মোঃ শামীম কামাল
21 Oct

মোঃ শামীম কামাল

  • 3195

২০১৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীর (এএফডব্লিউসি) এর শিক্ষাসফরে দক্ষিণ কোরিয়ায় নেতৃত্ব দিয়েছিলাম। রাজধানী সিউলে যুদ্ধ যাদুঘর পরিদর্শনকালে  কিউরেটর আমাদের বলেন –কোরিয়াযুদ্ধ শেষে জেনারেল ম্যাক আর্থার মন্তব্য করেছিলেন, “তোমাদের উন্নতি করতে একশত বছর লাগবে”। স্মিতহাস্যে কিউরেটর বলেন, “আমরা শতবছর নেইনি, নিয়েছি মাত্র ২০ বছর”। আমি বিস্মিত হয়ে জানতে চাইলাম, “আমাকে এক কথায় উত্তর দিন, কি-ভাবে এটা সম্ভব হল?” ছোট্ট উত্তর, “গুনগত শিক্ষা(Quality Education)।” আমি এর সাথে নৈতিকতা, শৃংখলা, মানবতা ও দেশ প্রেমের প্রজ্জ্বলন ঘটিয়ে সরকারি আদিতমারী গিরিজা  শংকর মডেল স্কুল এন্ড কলেজের আগামীর পদাবলীর রচনা করার প্রয়াস রাখি। বাংলাদেশে এই শিক্ষা প্রতিষ্ঠান নজীরবিহীন ও ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে ইন্শায়াল্লাহ।