প্রতিষ্ঠানের  ইতিহাস
10 Jun

প্রতিষ্ঠানের ইতিহাস

  • 469

সংক্ষিপ্ত ইতিহাস

উনিশ শতকের মাঝামাঝি সময়ে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের সংসদ সদস্য (M.N.A)বাবু কান্তেশ্বর ববর্মণের অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় পুরাতন ভাদাই ইউনিয়ন পরিষদের অফিস সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয় ME স্কুল। তৎকালীন ভাদাই ইউনিয়ন প্রেসিডেন্ট মরহুম আব্দুর রশীদ চৌধুরী ও মরহুম উজীর মামুদের (মরহুম বজিবর রহমান এম.পি এর পিতা) বাড়ীর আঙ্গিনায় প্রতিষ্ঠিত পাঠশালাটি স্থানান্তর করে ME স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্কুলটি প্রতিষ্ঠায় কান্তেশ্বর বাবুকে আন্তরিকভাবে সহযোগিতা করেছিলেন মরহুম উজীর মামুদ, মরহুম আব্দুর রশীদসহ অনেকে। প্রতিষ্ঠালগ্নে ভাদাই ইউনিয়ন কাউন্সিলের তদানীন্তন কর্মরত.. চৌকিদার ঘেটু, হুরকা, থুরকা প্রমুখের হারিকেন(লেনটার্ন) এর তেলের টাকা একটাকা চৌদ্দ আনা দিয়ে ME স্কুলের খাতাপত্র ও রেজিষ্টার কেনা হয়েছিল।

বাবু কান্তেশ্বর বর্মণ তাঁর দীক্ষাগুরু কাকিনা মহিমা রঞ্জন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গিরিজা শংকরের নামে ME স্কুল নামকরণ করেন। “ভাদাই গিরিজা শংকর মধ্য ইংরেজি স্কুল” প্রতিষ্ঠানটির ধারাবাহিক ইতিহাস

নিম্নরুপঃ

ক। ১৯৪২ সালে ভাদাই গিরিজা শংকর ME বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

খ। ১৯৪৫ সালে Me বিদ্যালয় স্বীকৃতি লাভ করে।

গ। ১৯৫৭ সালে নিম্নমাধ্যমিক বিদ্যালয় চালু এবং ১৯৬০ সালে স্বীকৃতি লাভ করে।

ঘ। ৯৬৪ সালে উচ্চ বিদ্যালয়ে উন্নীত এবং ১৯৬৬ সালে প্রথম এই প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীগণ এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহন করেন।

ঙ। ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোয়ণায় ভাদাই গিরিজা সংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদাই গিরিজা সংকর উচ্চ বিদ্যালয় থেকে পৃথক হয়ে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করে।

চ। ২০০০ সালে প্রতিষ্ঠানের সাথে কারিগরি বা ভোকেশনাল শাখা চালু হয়।

ছ। ২০০২ সালে ভাদাই ইউনিয়নে “ভাদাই” নামে ৩টি প্রতিষ্ঠান থাকায় অত্র প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে “ভাদাই” এর স্থলে “আদিতমারী” সংযোজন করে প্রতিষ্ঠানটি “আদিতমারী গিরিজা সংকর উচ্চ বিদ্যালয়” নামকরণ করা হয়।

জ। ২০১০ সালে প্রতিষ্ঠানটি “মডেল স্কুলে” উন্নীত হয়।

ঝ। ২০১১ সালে একাদশ শ্রেণিতে মানবিগ শাখা চালু করে কলেজ পর্যায়ে উন্নীত হয়।

ঞ। ২০১৭ সালের ২৮ আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি ও নির্দেশনায় আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজটি জাতীয়করণের তালিকাভুক্ত হয়।

ট। ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম কামালের আপ্রাণ চেষ্টায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের অনুমতি এবং একাডেমিক স্বীকৃতি লাভ করে।

ঠ। ২০১৮ সালের ০৬ সেপ্টেম্বর Deed of Gift সম্পন্ন এবং ২৫ নভেম্বর তারিখে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম কামালের ঐকান্তিক প্রচেষ্টায় আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ সরকারিকরণ হয়।

ড। ২০১৯ সালের ০১ জানুয়ারি তারিখে প্রতিষ্ঠানটি নৈতিক, আধুনিক এবং বিজ্ঞানসম্মত শিক্ষার SOP (Standing Operating Procedure) বা স্থায়ী নীতিমালার প্রচলন করা হয়।