বিসমিল্লাহির রাহমানির রাহিম
“শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে আমরা প্রতিশ্রতিবদ্ধ”
ডিজিটাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার প্রথম সোপান হল শিক্ষা। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। সুশিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। তাই অর্থবহ ও কল্যাণমূখী শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক, চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার মহান উদ্দেশ্য নিয়ে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ে তোলার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নাই। এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ইন্টারনেট সুবিধাসহ আধুনিকমানের ডিজিটাল কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরি ব্যবহারের সুবিধা। এছাড়া সুস্থ বিনোদন চর্চা এবং নিয়মিত খেলাধুলা করার জন্য প্রতিষ্ঠান প্রাঙ্গণে রয়েছে সুবিশাল খেলার মাঠ। সাংস্কৃতিক চর্চার জন্য অত্র প্রতিষ্ঠানে রয়েছে একটি বির্তক ক্লাব, একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটি বিজ্ঞান ক্লাব এবং একটি আবৃতি ক্লাব।প্রতিষ্ঠানটির যাবতীয় তথ্য নিয়মিত অভিভাবকদের নিকট আদান প্রদানের লক্ষ্যে রয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইট। সর্বাধুনিক এবং শিক্ষার গুণগত মান আরো সতেজ করার জন্য প্রতিষ্ঠানটি ডিজিটালাইজ করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম সফ্টওয়্যার ও অ্যাপ ভিত্তিক চালু করা হয়েছে যা নি:সন্দেহে একটি যুগোপযোগী পদক্ষেপ। শিক্ষক এবং শিক্ষার্থীদের গতিবিধি সার্বক্ষণিক মনিটরিং করার জন্য প্রতিষ্ঠানটির প্রতিটি শ্রেণিকক্ষে রয়েছে সিসিক্যামেরা। অত্র প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রত্যেক শিক্ষার্থীকে একজন আদর্শ নাগরিক এবং দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ হিসাবে গড়েতোলাই আমাদের অঙ্গীকার।
পরিশেষে আশা করছি বিশ্বায়নের এ যুগে তথ্য প্রযুক্তি ও যুগোপযোগী শিক্ষা বিস্তারের নিরাপদ ও সোনালী ভবিষ্যৎ বিনির্মানে এই প্রতিষ্ঠানটি হবে সর্বশ্রেষ্ঠ আদর্শ বিদ্যাপিঠ। বিগত বছরের ন্যায় সফলতা অর্জনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ওপরামর্শ কামনা করছি। আল্লাহ্ আমাদের সহায় হউন। আল্লাহ হাফেজ।
নূর-ই-আলম সিদ্দিকী
উপজেলা নির্বাহী অফিসার
আদিতমারী, লালমনিরহাট