সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ
19 Aug

সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ

  • 251

প্রমিষ্ঠানের মূলমন্ত্রঃ

প্রতিষ্ঠানিক শিক্ষা থেকে অর্জিত জ্ঞানের আলোয় আলোকিত হবে শিক্ষার্থীদের মেধা-মনন, সৃজন-উৎসবে মেতে উঠে নেতৃত্ব দিয়ে বিনির্মান করবে নতুন বিশ্ব। নব-প্রজন্মের নতুন আলোর দীপ্তিতে আলোকিত হবে আমাদের পরিবার, সমাজ, দেশ তথা বিশ্ব। GAGSMS&C এর শিক্ষার্থীগণ জ্ঞানপিপাশু ও সত্যান্বেষী হবে। তারা ভালোবাসবে তার কাজ, মানুষ, বিশ্ব এবং স্রষ্টাকে।

লক্ষ্যঃ

 আধুনিক শিক্ষায় সুশিক্ষিত, সৃজনশীল, পরিশীলিত মন ও মননে প্রজ্বলিত মহিমান্বিত দেশ ও সমাজ গঠনে প্রত্যয়ী ভুমিকা পালন।

মটোঃ ”সততা, মানবিকতা এবং নৈতিকতায় দীপ্ত দেশপ্রেম”।

উদ্দেশ্যঃ

এ লক্ষকে সামনে রেখে অত্র প্রতিষ্ঠানের  উতিষ্ঠানের উদ্দেশ্যসমূহঃ

ক। বিজ্ঞানসম্মত আধুনিক শিক্ষা গ্রহণ।

খ। অন্তঃনির্হিত সুকুমারবৃত্তির চর্চা ও অনুশীলন।

গ। সৃজনশীলতা, নতুনত্ব ও অভিনবত্ব উদ্ভাবন।

ঘ। মৌখিক এবং লিখিত যোগাযোগ/প্রকাশভঙ্গিঁর মানোন্নয়ন।

ঙ। উচ্চশিক্ষায় অনুপ্রণিত করা।

চ। প্রতিষ্ঠানের সর্বোত্তম কল্যাণে যে যার অবস্থান থেকে কার্যকরী ভূমিকা রাখা।

ছ। ধর্মীও মূল্যবোধ ও অনুশাসন মেনে চলা।